× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

এএফসি কাপ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বসুন্ধরার

খেলা

স্পোর্টস রিপোর্টার
৬ জুন ২০২০, শনিবার

 
প্রিমিয়ার লীগসহ ফুটবল মৌসুমের বাকিটা পরিত্যক্ত হলেও বসুন্ধরা কিংস ফেঁসে আছে এএফসি কাপ নিয়ে। গত ১১ই মার্চ এএফসি কাপে প্রথম ম্যাচ খেলেছে বসুন্ধরা কিংস। এশিয়ান প্রতিযোগিতার উদ্বোধনীতে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় কোচ অস্কার ব্রুজনের দল। তবে করোনা ভাইরাসের কারণে আর মাঠে নামা হয়নি তাদের। বর্তমান পরিস্থিতিতে এএফসি কাপ নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিল বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের অনিশ্চয়তায় বিদেশিদের ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না ক্লাবটি। গতকাল এএফসি’র সঙ্গে সভা শেষে সেই অনিশ্চয়তা কিছুটা কেটেছে। জানা গেছে আগামী ২৩শে অক্টোবরে নিরপেক্ষ ভেন্যুতে শুরু হবে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো।
বসুন্ধরার সঙ্গে যেখানে অংশ নিবে মালদ্বীপের  টিসি স্পোর্টস ও মার্জিয়া এফসি এবং ভারতের চেন্নাইন সিটি এফসি। বসুন্ধরার দাবির প্রেক্ষিতে নতুন উইন্ডো দিতেও রাজি এএফসি। ঘরোয়া ফুটবল মৌসুম পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৩ ক্লাবের ১২টিই সব ফুটবলার  ছেড়ে দিলেও এএফসি কাপের কারণে তা পারছিল না গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা। গত বছর ক্লাবটিকে দুটি এবং এবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করার নায়ক কোস্টারিকান ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি শেষ হয়েছে মে মাসে। এএফসি কাপের অনিশ্চয়তার কারণে তার সঙ্গে নতুন চুক্তি করবে নাকি তাকে গুড বাই বলে দিবে সে সিদ্ধান্তও নিতে পারছিলো না। গতকাল এএফসি’র সঙ্গে সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, অক্টোবরে নিরপেক্ষ ভেন্যুতে এএফসি কাপের গ্রুপ পর্ব শুরু হবে। নিরপেক্ষ ভেন্যু হতে পারে এএফসির হেড কোয়ার্টার মালয়েশিয়ায়। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, আমরা এএফসির কাছ থেকে সবগুলো ক্লাবই একটা সম্ভাব্য সময় জানতে চেয়েছিলাম। তারা আমাদের দুটি অপশন দিয়েছে। আগের নিয়মে খেলতে চাইলে (হোম এন্ড অ্যাওয়েতে) সেপ্টম্বরের ২৩ তারিখ শুরু হবে। আর নিরপেক্ষ ভেন্যুতে হলে শুরু হবে ২৩শে অক্টোবর। চার ক্লাবই দ্বিতীয় অপশন অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইছে। এএফসি আমাদের ১০/১৫ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে বলেছে। আশা করছি আগামী ২৩শে অক্টোবর আবারো এএফসি কাপ মাঠে গড়াবে। ক্যাম্প শুরু নিয়ে ক্লাব সভাপতি বলেন, আমরা যেহেতু টুর্নামেন্ট শুরুর আশ্বাস পেয়েছি তাই স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্প শুরু করে দেবো। ২৩ অক্টোবর খেলা শুরু হলে সেপ্টম্বরের শুরুতে আমাদের ক্যাম্প শুরু হবে। আর্জেন্টিনার বার্কোসকে আমরা ঠিক করেছিলাম লীগের দ্বিতীয় পর্ব আর এএফসি কাপের জন্য। এখন তো আর প্রিমিয়ার লীগের খেলা নেই। এএফসি কাপ শুরুর তারিখ হলে সে চলে আসবে। আর ক্যাম্পে আমরা স্থানীয় সব ফুটবলার ডাকব না। যাদেরকে এএফসি কাপে খেলাবেন কোচ, কেবল তাদেরই ক্যাম্পে ডাকা হবে।’ বসুন্ধরা কিংস গত মৌসুমে প্রিমিয়ার লীগের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে। আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফল করতে তারা আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছিল মেসির সাবেক সতীর্থ হারনান বার্কোসকে। এএফসি কাপের প্রথম ম্যাচে নিজের জাতটা ভালোভাবেই চেনান বার্কোস। মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বসুন্ধরা কিংস। আর্জেন্টাইন স্ট্রাইকার বার্কোস একাই করেন ৪ গোল। এদিকে কলিনড্রেসের বিষয়ে ইমরুল হাসান বলেন, এএফসি যেহেতু নতুন উইন্ডো দিবে। তাই আমরা কলিনড্রেসকে নতুন প্রস্তাব দিবো। খেলা যেহেতু অক্টোবরে তাই আমরা তার সঙ্গে সেপ্টেম্বর থেকে চুক্তি করতে চাইবো। ও যদি ছাড় দিয়ে চুক্তি করতে রাজি না হয় তাহলে আমরা বিকল্প ভাববো। কারণ ওকে বসিয়ে তিন মাস বেতন দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর