× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় ১৮ চিকিৎসকের মৃত্যু

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২০, শনিবার

করোনা আক্রান্তদের  সংস্পর্শে যান চিকিৎসকরা। এই কঠিন সময়ে আক্রান্তদের চিকিৎসা দিয়ে সেরে তোলার কাজটি করছেন তারা। ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন এই পেশার মানুষ। ফলে তাদের আক্রান্ত ও মৃতের সংখ্যা আনুপাতিক হারে বেশি। এই পর্যন্ত দেশে করোনা সংক্রমণ হওয়ার পরে ১৮ জন চিকিৎসক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬ জনের মতো।
এ তথ্য জানিয়েছেন, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর)। সংগঠনটির তথ্য অনুযায়ী করোনার উপসর্গ নিয়ে সর্বশেষ মারা গেছেন আরো পাঁচজন চিকিৎসক। এফডিএসআর’র যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, এখন পর্যন্ত নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে দেশে ১৮ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
আর করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরো পাঁচজন।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। গত ১৫ই এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর গত ৩রা মে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। গত ১৩ই মে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ডা. আবুল  মোকারিম। ১৮ই মে মারা যান ডা. আজিজুর রহমান রাজু, ২২শে মে মারা যান মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডা. এমএ মতিন, একই দিনে মারা যান ডা. কাজী দিলরুবা খানম, ২৬শে মে মারা যান সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, একই দিনে মারা যান গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা খান, ২৭শে মে মারা যান অধ্যাপক ডা. মোশাররফ হোসেন, ৩০শে মে মারা যান ডা. সাইদুর রহমান। ১লা জুন মারা যান যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু, ২রা জুন মারা যান প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ  চৌধুরী, ৩রা জুন মারা যান চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসানুল করিম। একই দিনে মারা যান ইব্রাহিম  মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন ও ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. একেএম ওয়াহিদুল হক।

সর্বশেষ ৪ঠা জুন মারা যান ফরেনসিক  মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুর রহমান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি  মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক  চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম কিবরিয়া।  
আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ চিকিৎসক হলেন- অধ্যাপক ডা. মাহবুবুল আলম, অধ্যাপক (অব.) আনিসুর রহমান, ডা. সারওয়ার ইবনে আজিজ, ডা. জাফর রুমি ও ডা. তাজউদ্দিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর