× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় স্বাস্থ্যকর্মীসহ আরো ২ জনের করোনা শনাক্ত

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৬ জুন ২০২০, শনিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাস্থ্যকর্মীসহ আরো দুজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নতুন করে আরো দু’জনের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার। এনিয়ে উপজেলায় মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৬জনে। নতুন করে একজন সুস্থ্য হওয়ার মধ্য দিয়ে মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ৮জন।  নতুন আক্রান্ত দুজনের একজন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অপরজন পৌরসভার বাসিন্দা। ডা.জমির মো.হাসিবুস ছাত্তার বলেন, গত ৩০মে উপজেলার ২৫জনের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে পাওয়া রিপোর্টে ১৬জনের মধ্যে দুজনের করোনা ভাইরাস পজেটিভ আসে। তাদের একজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ইউনিটে চিকিৎসাধীন। অপরজন বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। উপজেলায় এ পর্যন্ত ৩৫৭জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৬জনের করোনা শনাক্ত হয়। তন্মেধ্যে সুস্থ হয়েছেন ৮জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর