× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /চাহালের জাতপাত নিয়ে মন্তব্য করে বিপাকে যুবরাজ, ক্ষমা চাইলেন

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুন ৫, ২০২০, শুক্রবার, ৮:২৫ পূর্বাহ্ন

গোটা বিশ্ব যখন কৃষাঙ্গ বনাম শ্বেতাঙ্গর লড়াই নিয়ে উত্তাল তখন এক চ্যাট শোতে ভারতীয় দলের দুই ক্রিকেটার যজুবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন ভারতের প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিং। জাতপাত তুলে দুই ক্রিকেটারকে আক্রমণ করেছেন যুবরাজ। এই অভিযোগে নেটিজেনরা সরব হয়। কলকাতার দলিত সমাজ সংঘঠন মামলা করার হুমকি দেয়। হুমকির রাস্তায় না গিয়ে হিস্যারের আদালতে যুবরাজের বিরুদ্ধে মামলাই ঠুকে দেন রজত কালসান নামের এক আইনজীবী। তিনি বলেন, শুধু যুবরাজ নন, গ্রেফতার করতে হবে যার সঙ্গে যুবরাজ চ্যাট করছিলেন তাকেও। তিনি আর কেউ নন। ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
কালসান আদালতকে জানান যখন যুবরাজ জাতপাত তুলে দুই ক্রিকেটারকে ছোট করার চেষ্টা করছিলেন তখন রোহিত কোন প্রতিবাদ করেন নি। তাই তিনিও সমান দোষী। ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার বাইরে চলে যাচ্ছে দেখে যুবরাজ আজ বিকেলে তাঁর ফেসবুক একাউন্টের মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। যুবরাজ লিখেছেন, তিনি কাউকে আঘাত করতে চাননি। তাঁর ট্রাকরেকর্ড এ বৈষ্যমের কোন আঁচ কোনোদিন লাগেনি। তিনি চাহাল, কুলজিতের সঙ্গে নিছক মজা করতে চেয়েছিলেন। কিন্তু এর দ্বারা কেউ যদি আঘাত পায় তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, যুবরাজ দুহাজার সতেরোতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দুহাজার এগারোয় ভারতের বিশ্বকাপ জয়ে তিনি অন্যতম স্থপতি ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর