× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চাঁদপুরে আরো ১৭ জনের করানা শনাক্ত : মৃত বেড়ে ২১

বাংলারজমিন

চাঁদপুর প্রতিনিধি
৬ জুন ২০২০, শনিবার

চাঁদপুরে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬ জন, মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ৩ জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ১জন রয়েছেন। এর মধ্যে হাজীগঞ্জে উপসর্গে মৃত মোঃ জাহাঙ্গীর (৫৫)ও রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ জানা গেছে। সূত্র জানায়, শনিবার সকালে ৫৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি করোনা পজেটিভ। বাকী ৪০টি নেগেটিভ।
সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৫ জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২ জন, মতলব দক্ষিণে ২০জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ৬জন।
এছাড়া জেলায় মোট ২১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬ জন, কচুয়ায় ৪ জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২ জন ও শাহরাস্তিতে ১জন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর