× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গোয়াইনঘাটে একই পরিবারের চারজনসহ করোনায় আক্রান্ত ১০

বাংলারজমিন

গোয়াইঘাট (সিলেট) প্রতিনিধি
৬ জুন ২০২০, শনিবার

সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের চারজনসহ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০জন।

আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যও রয়েছেন।

আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার রাহুল সরকার (৩৬), ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. আবু সালেহ (৩৪), থানা পুলিশ সদস্য মেহেদী হাসান (২১) ও রতন দোসার (২৬), উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমান (৩০) ও রিয়াজ আলী (২০), নলজুরি গ্রামের আব্দুল কায়ুম এর স্ত্রী জেসমিন বেগম (২৮) তার মেয়ে বৃষ্টি (১১), বর্ষা (০৮) এবং আড়াই মাস বয়সী ছেলে তানজিলসহ একই পরিবারের চারজন।

এ নিয়ে উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর