বাংলারজমিন
কমলগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২০২০-০৬-০৬
কমলগঞ্জে বৃষ্টির মধ্যে কৃষি জমি থেকে গরু আনতে গিয়ে আব্দুল লতিফ লতু (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলেরহাওর গ্রামে আকস্মিক বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। নিহত কিশোর লতু দক্ষিণ গোলেরহাওর গ্রামে অনু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের কৃষি জমি থেকে গরু আনতে যায় লতু। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীরা তাকে দ্রুত উদ্ধার করে বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বজ্রপাতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের কৃষি জমি থেকে গরু আনতে যায় লতু। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীরা তাকে দ্রুত উদ্ধার করে বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বজ্রপাতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।