করোনা আপডেট

সিলেট নতুন করে ৬৬ করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২০-০৬-০৬

লাফিয়ে বাড়ছে সিলেটের করোনা। প্রতিদিনই বাড়ছে রোগী সংখ্যা। হচ্ছে রেকর্ডও। শনিবার সিলেট জেলাতেই আক্রান্ত হলেন ৬৬ জন। এর মধ্যে সিলেট নগর ও সদর এলাকায় আক্রান্ত ৫৯ জন। বিভাগের মধ্যে সিলেট ও জেলার মধ্যে সিলেট নগর পরিনত হয়েছে করোনার হটস্পটে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৫৯ জন, ফেঞ্ছুগঞ্জ উপজেলার ৩ জন, বিয়ানীবাজারের ৩ ও গোয়াইনঘাটের ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ৮৪৯ জন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status