× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সিএমপি কমিশনারসহ আরো ৯৯ জন করোনা আক্রান্ত

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১০ জুন ২০২০, বুধবার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানসহ আরো ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। মঙ্গলবার চট্টগ্রামে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে ৫৭৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সোমবার দিবাগত রাতে। এতে ৯৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৬৫ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তন্মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানও রয়েছেন।
তিনিই দেশের প্রথম করোনা আক্রান্ত পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা। করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।  তিনি জানান, বৃহসপতিবার থেকে পুলিশ কমিশনার মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। এরপর তিনি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। এতে সোমবার দিবাগত রাতের ফলাফলে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে। প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শুরু থেকে সিএমপির কমিশনার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে সিএমপির সব বিভাগকে কাজে লাগান পুলিশ কমিশনার মাহবুবর রহমান। তার ভূমিকা এরইমধ্যে প্রশংসিত হয়েছে সর্বমহলে। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) এ পর্যন্ত প্রায় ১৫০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন জন। চট্টগ্রামে অন্যতম এই করোনাযোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করেন অসংখ্য নগরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সিভিল সার্জনের তথ্যমতে, সোমবার চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এরমধ্যে ১৭ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৭ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৩১ জনের ও বিভিন্ন উপজেলার ২ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। উপজেলা পর্যায়ে শনাক্ত ৩৪ জনের মধ্যে সাতকানিয়ার ৪ জন, লোহাগাড়ার ৯ জন, বাঁশখালীর ৩ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ৭ জন, রাঙ্গুনিয়ার ১ জন, হাটহাজারীর ৪ জন ও সীতাকুন্ডের ৫ জন রয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ১৬৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে ১০০ জন। সুস্থ হয়েছেন ২৭৩ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর