× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা / টিভিতে রিয়ালিটি শো বন্ধ, মুখভার তারকাদের, বিগবসে সালমান নেন এপিসোড পিছু দশ কোটি

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুন ১১, ২০২০, বৃহস্পতিবার, ১:৫৭ পূর্বাহ্ন

টলিউড কিংবা বলিউড। সর্বত্রই এখন মুখভার তারকাদের। করোনার কারণে ফ্লোরে রিয়ালিটি শো এর শুটিং বন্ধ। সঞ্চালক কিংবা বিচারক হয়ে এই রিয়ালিটি শো গুলো থেকে মোটা অংকের অর্থ উপার্জন করতেন তারকারা। এখন সব বন্ধ। টলিউডের তারকাদের থেকে এই বাবদ বলিউড তারকাদের আয় ঢের বেশি। জনপ্রিয় একটি বাংলা গানের রিয়ালিটি শোতে সঞ্চালনা করে টলিউড এর এক প্রতিষ্ঠিত নায়ক পেয়ে থাকেন এপিসোড পিছু দশ থেকে পনেরো লক্ষ টাকা। বিচারকরা কেউ এপিসোড পিছু তিন কেউ পাঁচ লক্ষ টাকা পেয়ে থাকেন।
বলিউডে টাকার অঙ্ক ঘুরে কোটিতে। সালমান খান বিগবস এর প্রতিটি এপিসোড সঞ্চালনার জন্যে নিয়ে থাকেন দশ কোটি টাকা। বিগবস সঞ্চালনায় সালমানের জুড়ি মেলা অবশ্য ভার। প্রযোজক সংস্থা এন্ডেমোল চেষ্টা করেছে অনেককে দিয়ে। কিন্তু সালমান লা জবাব। যেমন কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন। অমিতাভ এপিসোড পিছু নেন সাড়ে তিন কোটি থেকে পাঁচ কোটি টাকা। আমির খানও সত্যমেব জয়তে অনুষ্ঠানের জন্যে এপিসোড পিছু একই টাকা নিয়েছেন। মাধুরী দীক্ষিতকে আজকাল প্রায়ই নানা রিয়ালিটি শোতে বিচারকের আসনে দেখা যায়। তার ফিস এপিসোড পিছু এক কোটি টাকা। ইন্ডিয়াস গট ট্যালেন্ট এ বিচারক হওয়ার জন্যে কারণ জোহার পুরো সিজন এর জন্যে নিয়েছেন চৌদ্দ কোটি টাকা। একই টাকা নিয়েছেন পুরো সিজন এর জন্যে শিল্পা সেটি নাচ বলিয়ে আর সুপার ডান্সারের নির্মাতাদের কাছে। বিচারক হওয়ার জন্যে মালাইকা অরোরা আর সোনাক্ষী সিনহা নেন এপিসোড পিসহ এক কোটি করে টাকা। ঝলক দিখলা যা তে শাহিদ কাপুর এপিসোড পিছু দু কোটি আর জ্যাকলিন ফার্নান্দেজ নেন দেড় কোটি টাকা। রিয়ালিটি শো বন্ধ থাকায় কেন তারকাদের গোস্বা এটা তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না?
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর