× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লাদাখে সংঘর্ষ অব্যাহত,  কুড়ি ভারতীয় সেনার মৃত্যু,  চীন হারিয়েছে তেতাল্লিশ সেনা

ভারত

জয়ন্ত চক্রবর্তী
(৩ বছর আগে) জুন ১৭, ২০২০, বুধবার, ৯:২১ পূর্বাহ্ন

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা এখনো উত্তপ্ত।  সোমবার শেষ রাত পর্যন্ত ভারত - চীন সেনা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন কর্নেল সমেত ভারতের কুড়ি জন সেনা।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।  কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক।  চীনা সেনাদের ক্ষেত্রেও সংখ্যাটি বাড়ার সম্ভাবনা প্রচুর।  সংবাদসংস্থা জানাচ্ছে,  গালওয়ান এর আকাশে প্রচুর চীনা আর্মি চপার  দেখা গেছে আহতদের নিয়ে যাওয়ার জন্যে।  ভারত এবং চীন দু’পক্ষই অবশ্য দাবি করেছে যে রক্তাক্ত সংঘর্ষের সময় কোনও বুলেট ব্যবহার হয়নি।  রড,  পাথর এবং ধারালো অস্ত্রের ব্যবহারের ফলেই হতাহতের ঘটনা ঘটেছে।  ভারতকে হানাদার বলে বর্ণনা করে বেজিং বিবৃতি দেয়ার এক ঘণ্টার মধ্যে মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানায় যে চীনের অভিযোগ সর্বৈব মিথ্যা।  দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে চীনই  প্রথম ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ করে।  ভারত যে এই ঘটনা বরদাস্ত করবে না,  বিবৃতিতে তাও জানানো হয়।  মঙ্গলবার গভীর রাতে বেজিং এ চীনের উপ  বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ভারতের উচ্চপদস্থ দূতাবাস কর্মীরা।  লাদাখ সীমান্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের সচিব আন্তোনিও গুতারেস।  উল্লেখযোগ্য, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রধানমন্ত্রী জি জিনপিয়াও এর দু’হাজার আঠার ও ঊনিশের দুটি সামিট এর পর দু’দেশের সীমান্ত সমস্যা একটু স্তিমিত হয়েছিল।  আবার তা ভয়াবহ আকার  নিলো।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর