× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সংসদ সচিবালয়ের ৯১ কর্মী করোনায় আক্রান্ত

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২০, বৃহস্পতিবার

দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। এমন কোনো সেক্টর নেই যেখানে হানা দেয়নি মরণঘাতী কোভিড-১৯। এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে সংসদ সচিবালয়ের কর্মীদের মধ্যেও। গত মঙ্গলবার পর্যন্ত সচিবালয়ে কর্মরত ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণের এই সংখ্যা পাওয়া গেছে। তবে এদের বেশির ভাগেরই কোনো উপসর্গ দেখা দেয়নি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনূস আলী বলেন, আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশির ভাগেরই কোনো উপসর্গ নেই।
শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন। আমরা তাদের পরামর্শ দিচ্ছি। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আক্রান্তদের সবাই সরাসরি সংসদ সচিবালয়ে কর্মরত নন। সংসদ ভবন সংশ্লিষ্ট গণপূর্ত দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন আক্রান্তদের মধ্যে। জানা যায়, সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। যাদের নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে, তাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া সংসদের নিরাপত্তা দপ্তর থেকে তাদের সংসদে না যাওয়ার জন্য বলা হচ্ছে। এদিকে করোনাভাইরাস সংকটকালে চলমান বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে সংসদ সচিবালয়। এক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। অধিবেশন কক্ষের স্বাস্থ্য নিরাপত্তায়ও বড় ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সাময়িকভাবে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আশেপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে। বাজেট অধিবেশনের পরিসরও কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, বাজেট অধিবেশন উপলক্ষে গত ২রা জুন থেকে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা শুরু হয়। ৮ই জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ॥

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর