× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

জুলাই থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ইঙ্গিত

ভারত

কলকাতা প্রতিনিধি
(৩ বছর আগে) জুন ১৮, ২০২০, বৃহস্পতিবার, ১০:১৮ পূর্বাহ্ন

ভারতে ইতিমধ্যেই অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হলেও আন্তর্জাতিক বিমানের উড়ান এখনও বন্ধ রয়েছে। তবে ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী হরদীপ সিং পুরি আগামী জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, করোনাভাইরাস ‘পূর্বাভাস অনুযায়ী’ আচরণ করলে জুলাই মাসে আন্তর্জাতিক উড়ান চালু করা যেতে পারে। ভারতে লকডাউন জারি করার সময় থেকেই যাত্রী বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। অবশ্য জরুরি প্রয়োজনে, পণ্য পরিবহনে এবং বিদেশ থেকে ভারতীয়দের উদ্ধারে কিছু বিমান অবশ্য লকডাউনের সময়ে চালানো হয়েছে। জিএমআর গ্রুপ আয়োজিত এক ওয়েবিনারে পুরি বলেছেন, আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, কবে আন্তর্জাতিক উড়ান চালু করবেন? যদি আমার ওপরেই ছেড়ে দেওয়া হয় এবং যদি পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ভাইরাস সংক্রমণ সম্পর্কে আমরা সঠিক পূর্বাভাস পাই, তাহলে মনে হয় পরের মাসেই আমাদের সিদ্ধান্ত নেয়া উচিত। তবে সেই সিদ্ধান্ত ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক নেবে না। আন্তর্জাতিক বিমান চলাচলের বিষয়টি সম্পূর্ণভাবেই নির্ভর করবে সংশ্লিষ্ট রাজ্যগুলির সিদ্ধান্তের উপরে বলে তিনি জানিয়েছেন।
কয়েকদিন আগেই চেন্নাইসহ তামিলনাডুর কয়েকটি জায়গায় পুরোপুরি লকডাউন বলবৎ করায় বিমান চলাচল চালু হয়েও বন্ধ রাখতে হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আন্তর্জাতিক বিমান চলাচলে আপত্তি জানিয়ে ছিলেন। এখন অবশ্য আনলকডাউন শুরু হওয়ায় পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। আর তাই মন্ত্রী ওয়েবিনারে বলেছেন, আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, সেই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে কথাবার্তা চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর