× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /রথযাত্রায় যাত্রাপাড়ায় আঁধার, বায়না নেই, নেই নায়কদের ভিড়

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুন ২৩, ২০২০, মঙ্গলবার, ১০:১৩ পূর্বাহ্ন

গত বছরও এই দিনটিতে কলকাতার চিৎপুরের যাত্রা পাড়ায় ছিল রমরমা ৷ চিৎপুর এর রবীন্দ্র সরণির দু পাশে যাত্রা প্রতিষ্ঠানের গদিগুলো সাজানো হয়েছিল ফুল মালা দিয়ে ৷ মিষ্টির চাঙারি আর তবক দেওয়া খিলি খিলি মিষ্টি পান৷ মেদিনীপুর এর জঙ্গলমহল, বর্ধমানের রাইস মিল, কোচবিহারের নায়কদের বাইরে সকাল থেকেই গমগম করতো যাত্রা পাড়া ৷ আসলে রথযাত্রার দিনটাই বায়নার মহরতের দিন ৷ নায়েকরা এদিন অ্যাডভান্স দিয়ে বুক করে নেন বিভিন্ন যাত্রাপার্টিকে ৷ তাই এই দিনটিকে শুভ বলেই ধরা হয় ৷ কিন্তু, এবারের রথযাত্রার দিনটি চিৎপুরের যাত্রাপাড়ার জন্যে বড় বিবর্ণ, মলিন, করোনার দাপটে যাত্রাপাড়ার ঝাঁপ বন্ধ ৷ ধুলো জমেছে বিভিন্ন গদিগুলোতে ৷ রথযাত্রার দিনে ফুল দিয়ে সাজানো হয়নি কোন গদি ৷ আসেনি কোন নায়েক পার্টি ৷ মিষ্টির চাঙারি আর পানের খিলি অদৃশ্য ৷ রথযাত্রার মহরতে অমন দৃশ্য ভাবা যায়না ৷ চিৎপুরের নতুনবাজারের বাঁ পাশে একশো তেতাল্লিশ বছরের পুরোনো ডায়মন্ড লাইব্রেরি ৷ যাত্রাপালার বই ছাপে ডায়মন্ড ৷ এবার নতুন বই নেই ৷ নতুন বই লেখা হয়নি৷ সব পুরোনো পালা ৷ তাও কেনার লোক নেই ৷ আসলে করোনা কবলিত রাজ্যে বিনোদনের এখনই কোন জায়গা নেই ৷ সরকারের নির্দেশে যাত্রা এখন বন্ধ৷ যাত্রাপাড়ার আশা রথযাত্রায় না হলেও দূর্গা পুজোয় হয়তো বায়না হবে ৷ আশংকা একটাই, মুখে মাস্ক বেঁধে অভিনয় করতে হবে নাতো?
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর