× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ইতালি কুয়েতসহ ডজনখানেক মিশনে পরিবর্তন আসছে

শেষের পাতা

কূটনৈতিক রিপোর্টার
২ জুলাই ২০২০, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম, ইতালিসহ ডজনখানেক মিশনে পরিবর্তন আসছে। কুয়েতে কেবল রাষ্ট্রদূত পদে পরিবর্তনের গুঞ্জন শোনা গেলেও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, ওই মিশনের বেসামরিক সব পদেই নতুন মুখ যাচ্ছে। সেগুনবাগিচা মনে করে কুয়েতে আটক কাজী শহিদ ইসলাম পাপুলের অপকর্মের ভাগ কম বেশি মিশনের অনেকেই পেয়েছেন। যার ফলে নৈতিকভাবে তার প্রতি দুর্বল। ফলে তাদের প্রত্যাহার করা হচ্ছে। সূত্র মতে, কুয়েতে রাষ্ট্রদূত হিসাবে একজন সামরিক অফিসারকে পাঠাচ্ছে ঢাকার। তার এগ্রিমো চাওয়া হয়েছে। এদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা দুটি বড় মিশনে।
ওয়াশিংটন মিশনের প্রধান ও উপ-প্রধান দুটি পদেই নতুন মুখ দেখা যাবে। নীতি নির্ধারণী সূত্রে আভাস মিলেছে- মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে পেশাদার কূটনীতিক এম শহিদুল ইসলামকে ভাবা হচ্ছে। তার নিয়োগের প্রক্রিয়া শুরুর বিষয়ে গ্রিন সিগন্যালও নাকি দেয়া হয়েছে। এখন ওয়াশিংটন তাকে গ্রহণ করলেই হয়। সচিব পদ মর্যাদার রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বর্তমানে বিমসটেক সদর দপ্তরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আগামী সেপ্টেম্বরে তার তিন বছর মেয়াদি এ দায়িত্ব শেষ হবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে তিনি ওয়াশিংটনে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। মিস্টার ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ইতিপূর্বে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপ-মিশন প্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন।
ব্রাসেলস ও ইতালিতে নতুন রাষ্ট্রদূত: এদিকে ওয়াশিংটনে এতোদিন ধরে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী মাহবুব হাসান সালেহকে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগের ঘোষণা দিয়েছে। আগামী ৩১শে জুলাইয়ের পরে যেকোনো দিন তাকে নতুন পদে যোগদান করতে বলা হয়েছে। ব্রাসেলসে বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
১৫ বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব হাসান সালেহ ওয়াশিংটনে যাওয়ার আগে দিল্লিতে মিশন উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইউরোপ উইংয়ের মহাপরিচালক পদে কাজ করেছেন।
ওদিকে নিউ ইয়র্কে ডেপুটি চিফ অব মিশন তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কলম্বোতে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন তিনি। মিস্টার হামিদুল্লাহকে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে সরকার। ইতালিতে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে শামীম আহসানকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি বর্তমানে নাইজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ইতালিতে এতোদিন দায়িত্ব পালনকারী আবদুস সোবহান শিকদারের চুক্তির মেয়াদ আগামী ৩১শে জুলাই শেষ হচ্ছে। ওইদিনে সৌদি আরব, ইরাকসহ অন্তত ৫টি মিশনের প্রধানের মেয়াদ শেষ হচ্ছে। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) খোরশেদ আলম খাস্তগীরকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। কুয়ালালামপুর মিশনের প্রধানের পদেও পরিবর্তন অত্যাসন্ন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর