× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিকে ‘অর্ধেক প্রতিবন্ধী’ বললেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা

খেলা

স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২০, বৃহস্পতিবার

অ্যাটলেটিকো মাদ্রিদে সফল আতোয়ান গ্রিজম্যান বার্সেলোনায় কেন ছন্দহীন? সমস্যাটা নতুন কোচ কিকে সেতিয়েন নাকি অন্য কিছুর? ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্টফ দুগারে যা বলেছেন, তাতে লিওনেল মেসির ভক্তরা ক্ষেপেই গিয়েছেন। সতীর্থ খেলোয়াড়দের দিয়ে গোল করাতে মেসির আলাদা সুনাম আছে। কিন্তু দুগারে বলেছেন মেসি নাকি গ্রিজম্যানকে ঠিকভাবে খেলতেই দিচ্ছেন না। শুধু তাই নয়, মেসিকে ‘অর্ধেক প্রতিবন্ধী’ বলেও সম্বোধন করেন তিনি। 

বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছেন না দুগারের স্বদেশি  গ্রিজম্যান। পুনরায় লা লিগা শুরু হওয়ার পর তার পায়ে গোল নেই। এত দামে কেনা ফুটবলারকে বার্সা কোচ কিকে সেতিয়েন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বেঞ্চে বসিয়ে রাখেন। ম্যাচের শেষ মিনিটে মাঠে নামানো হয় গ্রিজম্যানকে। মঙ্গলবার বার্সা-অ্যাটলেটিকোর ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটির লাইভ কাভারেজে ছিলেন দুগারে। গ্রিজম্যানের ব্যর্থতার জন্য মেসিকে দায়ী করে সাবেক এই তারকা বলেন, ‘গ্রিজম্যানের কিসের ভয়? ওই দেড় মিটার উচ্চতার অর্ধেক প্রতিবন্ধী বালককে? আমি কয়েক বছর ধরেই বলে আসছি মেসির সঙ্গে ওর একটা সমস্যা আছে। গ্রিজম্যানের উচিত মেসির মুখে চপেটাঘাত করা।
এটা সত্যি মেসি তাকে আরও বেশি পাস দিতে পারে, কিন্তু দেয় না। আমি অবাক হইনি মোটেও। গ্রিজম্যান বল হারাচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারছে না। ওর উচিত মেসির সঙ্গে কথা বলে সমস্যাটা মিটিয়ে ফেলা।’

তবে মেসিকে অর্ধেক প্রতিবন্ধী বলে পার পাননি দুগারে। তীব্র সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন। টুইটারে দুগারে লিখেছেন, ‘আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। প্রতিবন্ধী বলে কাউকে ছোট করার অভিপ্রায় ছিল না আমার। আমি টিভি শোতে আবার ক্ষমা চাইবো সবার কাছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর