× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা কালের দহন- কবিতা /পাপ হয়ে যাবে

অনলাইন

শহীদুল্লাহ ফরায়জী
(৩ বছর আগে) জুলাই ৩, ২০২০, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন

মাত্রাতিরিক্ত বল প্রয়োগে
কতো জন যে লাশ হয়ে গেলো
আমার চোখের সামনে
তারপরও আমি প্রতিবাদ করিনি
দেখছেন ওপরের একজন
আমার অনেক পাপ হয়ে যাবে

লক্ষ শিশুর পুষ্টি শৃঙ্খলা ভেঙ্গে পড়ছে
অভাবি মা আত্মহত্যা করছে
তবু আমি তোষামোদে ব্যস্ত
এমন ভাঁড়ামি পদলেহনে
আমারপাপ হয়ে যাবে

সত্যের পথে প্রতিদিন
ফায়ারিং স্কোয়াড বা গিলোটিন
যথেষ্ট প্রমাণ থাকার পরও
আমি নিরন্তর সমর্থন দিয়ে যাচ্ছি
নিরাপত্তার অজুহাতে
এমন স্তুতি স্তাবকতায়
আমার খুব পাপ হয়ে যাবে

নিধন করা কর্তন করার
সবচেয়ে নিষ্ঠুর খায়েশ যার
আমি ভয়ে গুণকীর্তন করি তার
ভালো মন্দের কি মর্মান্তিক দাঁড়িপাল্লা
এমন অদূরদর্শী হঠকারিতায়
আমার বড্ড পাপ হয়ে যাবে

মানবতা আত্মহত্যা করছে
রাষ্ট্র তার যোগানদার
তবু আত্মতুষ্টি আমার
এমন দেশটি খুঁজে পাবে নাকো আর
এমন আত্মপ্রতারণায়
আমার পাপ হয়ে যাবে।

২ জুলাই ২০২০
উত্তরা ঢাকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর