× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

এমএ হক একজন মিতভাষী মানুষ ছিলেন

অনলাইন

এমএস সেকিল চৌধুরী
(৩ বছর আগে) জুলাই ৩, ২০২০, শুক্রবার, ৭:৩৯ পূর্বাহ্ন

রাজনৈতিক অঙ্গণে হাসিমুখে সাধারণ মানুষের কথা শোনার মতো একজন রাজনীতিবিদ ছিলেন এমএ হক। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তার দল যখন ক্ষমতায় ছিল তখনও তাকে নরম সুরে কথা বলতে দেখেছি।

সামাজিক কাজে ২/১ বার যখন তার কাছে গিয়েছি, দেখেছি চারপাশে বহুলোক বিস্তর রাজনৈতিক কথাবার্তায় ব্যস্ত তবু তিনি অরাজনৈতিক দু'একটি কথা বলার সুযোগ দিয়েছেন, শুনেছেন। বিমানবন্দর ও বিমানের সিলেট-ঢাকা রুটে বহুবার দেখা হয়েছে। সর্বদাই তিনি হাসিমুখে এগিয়ে এসেছেন।

সিলেটের ব্যবসায়ী থেকেই তিনি রাজনীতিতে প্রবেশ করে রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন এবং একজন ধার্মিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমন একজন ব্যক্তি শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা গেলেও সুন্দর ব্যবহারের জন্য তিনি সিলেটের মানুষের মাঝে বেঁচে থাকবেন চিরদিন।
শোক জানাই, তার পরিবারের সদস্যদের প্রতি। প্রবাসীদের নানা সমস্যা মোকাবিলায় তার আন্তরিকতায় আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

লেখক: চেয়ারপারসন, সেন্টার ফর এনআরবি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর