× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাধ্য হয়ে কিছু কাজ করি -জাকিয়া বারী মম

বিনোদন

স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২০, শনিবার

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। করোনার কারণে তিন মাসেরও বেশি সময় ধরে ঘরেই আছেন তিনি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে ১লা জুন থেকে ছোটপর্দার শুটিং শুরু হয়। এই সময়ে অনেকের মতো মমও নিজেকে শুটিং থেকে দূরে রেখেছিলেন প্রথম দিকে। অবশেষে চয়নিকা চৌধুরীর ‘স্বপ্ন নয়’ নাটক দিয়ে শুটিংয়ে ফিরলেন তিনি। মম বলেন, শুটিং করিনি। অভিনয়টা ভুলে গেছি কি না, তা পরীক্ষা করে দেখলাম।
আমি আমার নিজের ইচ্ছের ওপর চলি। ইচ্ছা হয়েছে, ভালো লেগেছে, তাই কাজটি করেছি। মম তার নিজের বাসাতেই এই নাটকের শুটিং করেছেন। এই অভিনেত্রী তার নিজের কাজ নিয়েও কথা বলেন। অনেক নাটকেই তিনি অভিনয় করেন। তবে সব নাটক নিয়ে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এটাই আমার পেশা। কিছু কাজ চোখ বন্ধ করে করতে হয়। কিন্তু এটাই যদি মান হয়, তাহলে আমি তার জন্য সরি। সত্যি বলতে, বাধ্য হয়ে কিছু কাজ করি। এদিকে ক্যারিয়ারের ১৪ বছরে এসে অভিনয়ের জন্য অডিশন দিলেন এই অভিনেত্রী। বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হওয়ার জন্য অডিশন দিয়েছেন তিনি। সেখানে উত্তির্ণও হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় জীবনের ১৪ বছরের মাথায় এসে অভিনেত্রী হিসেবে পরীক্ষা দিলাম। মনে ভয় ছিল, যদি পাস না করি। পরীক্ষাটি দিয়েছিলাম গেলো মার্চে দেশে করোনা পরিস্থিতি হবার আগে। আর ফলাফল পেলাম এই ঘরবন্দি জীবনে। বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হতে হলে প্রত্যেককেই পরীক্ষায় অংশ নিতে হয়। পাস করলেই মেলে শিল্পীর স্বীকৃতি। সুযোগ পাওয়া যায় বিটিভি প্রযোজিত নাটকে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেত্রীর ‘আগামীকাল’ শিরোনামের একটি চলচ্চিত্র। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এটিতে মম জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমনের সঙ্গে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর