× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার - যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মিলারের বার্তা

অনলাইন

তারিক চয়ন
(৩ বছর আগে) জুলাই ৪, ২০২০, শনিবার, ১:৫৪ পূর্বাহ্ন

আজ ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। প্রতিবছর আমেরিকানরা ৪ জুলাই উদযাপন করে। ১৭৭৬ সালের এই দিনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছিল। যদিও এই বছর ৪ জুলাই উদযাপন অন্য বছরগুলোর থেকে একদমই আলাদা, তবে স্বাধীনতার চেতনার উদযাপন একইরকম আছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় বলেনঃ

আজ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের জন্মের ২৪৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আমেরিকার নাগরিক এবং এখানকার ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শুভাকাঙ্খীদের সাথে মিলিত হয়েছে। এই প্রতিকূল সময়ে আমরা আমেরিকা প্রতিষ্ঠার মূলমন্ত্র পুনর্নিশ্চিত করছি – সকলকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, এবং জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার। আমাদের জীবনে এই আদর্শগুলো এবং ‘এ প্লুরিবাস উনুম’ অর্থাৎ ‘অনেকের ভিতরে এক’ এর প্রতিফলন ঘটাতে অবশ্যই আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।আমাদের বৈচিত্র্য বরাবরই এবং অবশ্যই আমাদের শক্তির উৎস হিসাবে পরিচালিত হয়। শুভ ৪ঠা জুলাই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর