× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে ৫২২ জনের করোনা শনাক্ত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে:
৫ জুলাই ২০২০, রবিবার

মৌলভীবাজারে নতুন করে আরো ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের নমুনা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে। অন্য তিনজনের মধ্যে জুড়ীর ২ জন এবং রাজনগরের ১ জন রয়েছেন। গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে জেলার করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়ালো  ৫২২ জনে। এ পর্যন্ত জেলা জুড়ে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন। মারা গেছেন ৭ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৩ জন।
বর্তমানে করোনা পজিটিভ আছেন ২৫৮ জন। জেলায় ৫২২ জন করোনা শনাক্তের মধ্যে মোট ৪৪ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন আছেন। সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত জেলায় মোট হোম  কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ২৯৯২ জনকে। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮০৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৬ জন। এখনো পর্যন্ত ৬ শতাধিক প্রেরিত সংগ্রহকৃত রিপোর্ট এখনো অপেক্ষমাণ। এদিকে জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে ক্রমেই সরব হয়ে উঠছেন স্থানীয় বাসিন্দারা।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর