× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউনুসের সঙ্গে দ্বিমত শোয়েবের / ‘আর্চারকে ভয়ের কারণ নেই’

খেলা

স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২০, রবিবার

প্রথমবারের মতো পাকিস্তান দলের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন সাবেক তারকা ইউনুস খান। বাবর আজমদের ব্যাটিং কোচ হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন তিনি। দেশ ছাড়ার আগে ইউনুস বলেছিলেন, ইংল্যান্ডে পাকিস্তানের জন্য বড় হুমকি হবেন জফরা আর্চার। পাকিস্তানের সফল ব্যাটসম্যানের এমন মন্তব্য ভালো লাগেনি শোয়েব আখতারের। এক সময়ের সতীর্থের সমালোচনা করে সাবেক এই গতি তারকা বলেন, ‘জফরা আর্চারকে ভয় করার কোনো কারণ নেই। ইউনুস খান বলেছে, আমাদের রক্ষণাত্মক নীতি নিয়ে খেলতে হবে। আমি জানি না ইউনুস খান এ কথা বলেছে কিনা। ও যদি বলে থাকে, তাহলে আমি বলবো, ইউনুস খানের এ কথা বলা উচিত হয়নি।’
তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে।
আগস্টের শেষে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ।  
আর্চার কেন হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তানের ব্যাটসম্যানদের তার একটা ব্যাখ্যাও দিয়েছিলেন ইউনুস খান- ‘সে সত্যিকারের ম্যাচ উইনার এবং প্রতিপক্ষের জন্য হুমকি। তার চাপ নেয়ার ক্ষমতা অনেক, যেটা বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ সুপার ওভার করে সে প্রমাণ করেছে। আমি ব্যাটসম্যানদের বলেছি, শরীরের কাছ থেকে খেলতে এবং ব্যাক ফুটে খেলতে। কারণ তার ইন-সুইঙ্গার হতে পারে খুবই ভয়ানক।’
২০১৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আর্চার। বার্বাডোজে জন্ম নেয়া এই ইংলিশ পেসার এখন পর্যন্ত খেলেছেন সাতটি টেস্ট, ১৪টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে রেখেছেন অবদান। ২০১৯ বিশ্বকাপে ২০ উইকেট নেন আর্চার। ভালো করেছেন ২০১৯-এর অ্যাশেজ সিরিজেও। ৪ টেস্টে তৃতীয় সর্বাধিক ২২ উইকেট নেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর