× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় মরদেহ সমাধিস্থ করার স্থান সংকট বলিভিয়ায়

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) জুলাই ৫, ২০২০, রবিবার, ১২:৫০ অপরাহ্ন

কোভিড-১৯ এর কারণে নতুন এক সংকটে পড়েছে বলিভিয়া। সেখানে মৃতদের সমাধির স্থান সংকুলান হচ্ছে না। দেশটির শহর কোচাবাম্বাতে এর প্রতিবাদ জানাতে, করোনায় মৃত এক আÍীয়ের মরদেহ রাস্তায় ফেলে রাখেন এক বাসিন্দা। শনিবার শহরটির প্রধান শহরে দেখা যায় এমন দৃশ্য।
আরব নিউজ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির বয়স ৬২ বছর। মৃতের পর থেকে তার মরদেহ নিজ বাসায় এনে রাখা হয়েছিল। যদিও একে ঝুঁকিপূর্ন বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাশ নিয়ে প্রতিবাদ জানানোর পর স্থানীয় যারা লাশ কবরের কাজে নিয়োজিত তারা এসে লাশটি উদ্ধার করেন।
এরপর এটিকে সেখানকার একটি গোরস্থানে নিয়ে যাওয়া হয়।
দেশটির পুলিশ প্রধান আইভান রোজাস সাংবাদিক সম্মেলনে জানান, একদিনে তারা ১৭টি মরদেহ উদ্ধার করেছেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বাড়ছেই। ফলে সংকট আরো দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে নতুন করে ২৫০ জনের লাশ কবর দেয়া যাবে এমন একটি কবরস্থান তৈরি করা হয়েছে।
লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩২০ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর