× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ভেন্যু প্রস্তুত, তবে অনুশীলন কবে জানি না’

খেলা

স্পোর্টস রিপোর্টার
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ৮ ভেন্যু প্রস্তুত। বিসিবির প্রধান নির্বাহী সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন। অন্যদিকে নির্বাচকদের বরাত দিয়ে গুঞ্জন রয়েছে আসন্ন ঈদুল আজহার পরই শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। তাহলে কি করোনার ভয় উড়িয়ে ফের ক্রিকেটাররা মাঠে নামছেন!  দেশের ক্রিকেটের পালে ফের হাওয়া লাগার সংবাদটা আশা জাগানিয়া। তবে কবে শুরু হচ্ছে, ঈদের পরই কি? তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘আমি জানি বিসিবি সব ভেন্যু প্রস্তুত করেছে ক্রিকেটারদের অনুশীলনের জন্য। কিন্তু আমি নির্দিষ্ট করে কোনো সময় বলতে পারবো না। কারণ করোনা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি।
সত্যি কথা বলতে কি আমি জানি না কবে অনুশীলন শুরু হবে। ঈদের পর হবে নাকি আগে এমন কোনো নিশ্চিয়তা আমার কাছে নেই।’ জাতীয় দলের এই নির্বাচকের কথাতেই স্পষ্ট যে তিন মাস গড়িয়ে গেলেও ক্রিকেট কবে মাঠে ফিরছে তা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন স্পষ্ট করেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ক্রিকেটারদের মাঠে ফেরাতে তাড়াহুড়া না করতে সচেতন আছেন। তবে ফিরতে হলে অনুশীলনটাই প্রথম ধাপ। তাই দেশের অনুশীলন সুবিধাগুলো তারা প্রস্তুত রেখেছেন বলেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুনরায় শুরু করার প্রক্রিয়াটি হবে অনুশীলন। তাই আমরা অনুশীলনের সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণ প্রস্তুত রেখেছি।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, সিলেট আন্তুর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী, কক্সবাজার শেখ কামাল, বগুড়া, খুলনাসহ দেশের ৮টি ভেন্যুকেই অনুশীলনের জন্য প্রস্তুত করা হয়েছে। অনুশীলনের পরিকল্পনা নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘দেখেন এখনো কোন তালিকা আমরা তৈরি করিনি যে কয়জন বা কারা কারা অনুশীলনে অংশ নেবে। আমরা দুই ভাবে চিন্তা করছি যদি সামনে কোনো খেলা থাকে তাহলে সেটি নিয়ে চিন্তা করবো। তা না থাকলে সবাইকে যেন অনুশীলনে রাখা যায় সেইভাবে তালিকা হবে। যেহেতু অনেক ভেন্যু প্রস্তুত, ক্রিকেটাররা নিজ নিজ শহরে অনুশীলন করতে পারবে। আবার জাতীয় দলের জন্য হতো চিন্তা ভিন্ন হতে পারে। এখন ৩০ জন ক্রিকেটার অনুশীলন করবে এমন কোনো চিন্তা আমরা করি না। অপেক্ষায় আছি যদি পরিস্থিতি ভালো হয় তবেই আমরা ভাববো পরবর্তী করণীয় নিয়ে।’
ক্রিকেটারদের ঈদের পর মাঠে ফেরার গুঞ্জন নিয়ে বাশার জানান এই সবই এখনো রয়েছে আলোচনার টেবিলে। তিনি বলেন, ‘ভেন্যু প্রস্তুত এতে কোনো দ্বিমত নেই। আমরা জানি প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে অনুশীলন শুরু করা সম্ভব। কিন্তু কিভাবে কবে থেকে, এই সব কিছুই এখনো রয়েছে আলোচনার টেবিলে। মিরপুর ছাড়া অন্য ভেন্যুতে অনুশীলন প্রক্রিয়া কী হবে, কারা থাকবে, সব নিয়ে এখনো আলোচনা চলছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে কোনে শঙ্কা বা ভয় না থাকলেই আমরা অনুশীলন শুরু করতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায়। এখানে শুধু বিসিবিই যে সিদ্ধান্ত নিবে তা নয়, সরকারের সবুজ সংকেতেরও একটি বিষয় রয়েছে।’
১৯শে মার্চ থেকে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। এর মধ্যে ৩ মাস কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাঠে খেলা ফেরানোর চিন্তা বিসিবি করতেই পারেনি। সেই সঙ্গে ঘরোয়াসহ বাতিল হয়েছে একের পর এক আন্তর্জাতিক সিরিজও। যে কারণে পরিস্থিতি খারাপ হলেও অনেক  ক্রিকেটারই মুখিয়ে আছেন মাঠে ফেরার জন্য।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর