× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে করোনা সচেতনতায় প্রচারপত্র বিতরণ

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

নোভেল করোনা ভাইরাসের আক্রান্ত ঠেকাতে মানুষকে সচেতন করার লক্ষে গুরূত্বপূর্ণ তথ্যের প্রচারপত্র বিতরণ করেছে সরাইল সরকারি কলেজ। মঙ্গলবার তারা সরাইল সদরের বিভিন্ন সড়কে ঘুরে ফিরে নানা শ্রেণি পেশার লোকজনকে প্রচারপত্রের সাথে পরিস্কার পরিচ্ছন্নতার সামগ্রিও প্রদান করেছেন। সাথে ছিল কলেজ স্কাউট দলের সদস্যরা। কলেজসূত্র জানায়, করোনা ভাইরাস কি? কীভাবে ছড়ায়? আক্রান্তের লক্ষণ সমূূূহ কি কি? প্রতিরোধের উপায় ও অসস্থ হয়ে পড়লে করণী সমূহ সহজ ভাষায় ব্যাখ্যা করে লিফলেট তৈরী করেছে সরাইল কলেজ। সমাজে বসবাসকারী সকল শ্রেণি পেশার মানুষকে করোনা বিষয়ে আরো সচেতন করাই কলেজ কর্তৃপক্ষের মূল লক্ষ। গতকাল সকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট দলের সদস্যদের অংশ গ্রহনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার নেতৃত্বে উপজেলা চত্বর থেকে প্রচারপত্র ও পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রি বিতরণ শুরূ করেন। সদরের প্রধান সড়ক সমূহে ঘুরে তারা মানুষকে মাস্ক ও ডেটল সাবান প্রদান করেন। এ দলে ছিলেন সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর