× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /তেইশ বছরের দাদাগিরি আর বাইশগজের দাদাগিরি, আজ দু’জনেরই জন্মদিন

অনলাইন

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ৮, ২০২০, বুধবার, ১১:১০ পূর্বাহ্ন

একজন তেইশ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ শাসন করেছেন। অন্যজন বাইশ গজে চমক দিয়েছেন গোটা বিশ্বকে। একজন জ্যোতি বসু। অন্যজন সৌরভ গঙ্গোপাধ্যায়। দু’জনেরই জন্মদিন আজ ৮ জুলাই। জ্যোতি বসু প্রয়াত। সৌরভ আটচল্লিশ বছরে পা দিলেন। বাম সরকারের প্রয়াত ক্রীড়ামন্ত্রী, জ্যোতি অনুগামী প্রয়াত সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীর সংগঠন পথের পাঁচালি অনাড়ম্বর ভাবে পালন করলো জ্যোতি বসুর জন্মদিন।
বাংলাদেশে তাঁর পৈতৃক ভিটে বারোদিতে কেউ কি মনে রেখেছেন গ্রামের সুযোগ্য সন্তানের জন্মদিনটি?
সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাব অবশ্য মনে রেখেছে দিনটি। সামাজিক দূরত্বের কথা ভেবে তারা দাদার জন্মদিনে কেক কাটলো সাদামাটা ভাবে। সৌরভ এর ছবি দেয়া মাস্ক এরও উদ্বোধন হলো। মাস্ক এর একটিতে সৌরভের লর্ডসে অভিষেক টেস্ট এর ছবি। অন্যটি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ এর ছবি লাগানো। মাস্ক দুটির বিপুল জনপ্রিয়তা হবে এমনটা ধরেই নিচ্ছে ফ্যান ক্লাব। সৌরভ এদিন বীরেন রায় রোডের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়েন ভক্তদের উদ্দেশ্যে। এদিন ফ্যান ক্লাব আটচল্লিশটি দুঃস্থ পরিবারকে খাওয়াচ্ছে। মেনু সাদা সাপ্টা। ভাত, ডাল, ভাজা এবং মুরগির মাংস। সব কিছু করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। জ্যোতি বসু বেঁচে নেই। তাই তাঁর কাছে শুভেচ্ছাবার্তা যাওয়ার প্রশ্ন নেই। সৌরভের মোবাইলের ইনবক্স ভরে গেছে শুভেচ্ছায়। সৌরভের জন্মদিনের বার্তা- সবাই সুস্থ থাকুন। আমরা ফাইটার। করোনাকে জয় করবোই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর