× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্বিতীয় ইউনিটের আরপিভি তৈরি সম্পন্ন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
৮ জুলাই ২০২০, বুধবার

পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিয়্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি)-এর দ্বিতীয় ইউনিটের জন্য নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আরপিভি’র আপার সেমি- ভেসেলের দুটি শেলের ওয়েল্ডিং কাজ রাশিয়ার ভলগাদন্সকে এইএম টেকনোলজি এটোমাস কারখানায় সম্পন্ন হয়েছে। এই কাজের ফলে পারমাণবিক বিদুৎকেন্দ্রের বিদুৎ উৎপাদনে আরো এক ধাপ এগিয়ে গেল। রুপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, এই প্রক্রিয়ায় সময় লেগেছে ২৫ দিন। ওয়েল্ডিং স্ট্যান্ডে স্থাপন করার পর ১৫০-৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উভয় শেলকে ওয়েল্ডিং-এর মাধ্যমে জোড়া লাগানো হয়। এতে প্রয়োজন হয় ৪,০২৭ কেজি ফ্লাক্স এবং ৪মিমি ব্যাসের ৩,০৫৭ কেজি ওয়েল্ডিং রড। ওয়েল্ডিং-এর পর কাঠামোটিকে একটি ফার্নেসে স্থানান্তর করা হয়।
ফার্নেসে ২৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় বর্তমানে এটির হিট ট্রিটমেন্ট করা হচ্ছে। পরবর্তী ধাপে লোয়ার সেমি-ভেসেলের শেল ও হেডের ওয়েল্ডিং কাজ সম্পন্ন করা হবে।
রিয়্যাক্টর মূলত একটি সিলিন্ডার আকৃতির কাঠামো যার ‘হেডটি’ উপবৃত্তাকার। এর ভেতরেই অবস্থান করে রিয়্যাক্টরের কোর এবং অন্যান্য যন্ত্রপাতি। সিলিন্ডারের উপরিভাগ একটি ঢাকনা দিয়ে সিল করা থাকে, যাতে স্থাপন করা হয় বিভিন্ন ড্রাইভ ও রেগুলেটরি মেকানিজম। সিলিন্ডারের উপরাংশে কুল্যান্ট (শীতলীকরণ পদার্থ) প্রবেশ ও নির্গমনের জন্য নজল থাকে। জরুরি অবস্থায় কুল্যান্ট সরবরাহের জন্য রয়েছে আলাদা নজল। রুশ নকশা অনুযায়ী নির্মীয়মাণ রূপপুর প্রকল্পে প্রতিটি ১২০০ মেগা-ওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট থাকছে। প্রতিটিতে স্থাপিত হবে ৩+ প্রজন্মের ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর।
রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ- এটমএনার্গোমাসের একটি অংশ হচ্ছে এইএম টেকনোলজি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর