× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে দলিল জালিয়াতি চক্রের ৪ জন কারাগারে

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

আদালতে আত্মসমর্পণ করলে সিলেটের গোলাগঞ্জের দলিল জালিয়াতি চক্রের ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলো, হেলাল আহমদ, দিলাল আহমদ, ইকবাল আহমদ ও তালাল আহমদ। গতকাল বুধবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহমদের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আদালত সূত্র জানায়, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ গ্রামের আখলাস মিয়ার মামলার প্রেক্ষিতে তাদের জেল হাজতে পাঠানো হয়। জালিয়াতি চক্রের হোতারা একই পরিবারের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির মাধ্যমে স্থানীয়দের জমিজমা হাতিয়ে নেয়ার সাথে যুক্ত। হেলালের বিরুদ্ধে আদালতে ও গোলাপগঞ্জ থানায় জায়গা দখল, চাঁদাবাজি, জাল দলিল ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ গ্রামের আখলাস মিয়ার কিছু জমির দলিল ঘষামাজা করে পর্চার নম্বর পাল্টিয়ে নিজের নামে করে ফেলেন। তার জমির খতিয়ান নম্বর ২২৫ ডিপি ২০ এর রাজস্ব কলামে জালিয়াতির মাধ্যমে এসএ ২২২ দাগের স্থলে ঘষামাজা করে ২৭৯, ২৫৬ দাগের স্থলে ৭৩২ ও ৭৩৮ দেখানো হয়।
এছাড়াও ১০৩৬ দাগের ২ শতক জমিকে ৩ শতক ও ১০৪১ দাগের ৩ শতকের জায়গা ৫ শতক এবং ১০৪৪ দাগের ৫ শতকের স্থলে ৭ শতক লেখিয়ে নিজের নামে নামজারি করে নেয়। বিষয়টি জানতে পেরে আদালতের শরণাপন্ন হন আখলাস মিয়া। তিনি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে (মামলা নং ৩২১/২০১৯) শুনানি শেষে আদালত তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর করেন।
সিআইডি তদন্ত শেষে গত ১৬ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেয়। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। হেলাল আহমদ হেতিমগঞ্জের মৃত আতাউর রহমান মিয়া ঠাকুরের ছেলে। ওই মামলার পর হেলাল আহমদ ও তার সহযোগীরা উচ্চ আদালতে জামিনের আবেদন করলে স্বল্পকালীন সময়ের জন্য জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নিদের্শ দেন। বুধবার তারা আদালতে আত্মসমর্পণ করলে তাদের হাজতে পাঠনো হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর