× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায়ও ছুটছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

মানুষের মধ্যে করোনার বিস্তার নিয়ে ভয়-আতঙ্ক থাকলেও থেমে নেই গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দিনে-রাতে নিরন্তর ছুটে চলছেন তিনি। এগিয়ে নিয়ে যাচ্ছেন নানামুখী উন্নয়ন কার্যক্রম। মঙ্গলবার দিবাগত গভীর রাত পর্যন্ত নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম জয়দেবপুর, বিলাসপুরসহ বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখেছেন তিনি। সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ, জয়দেবপুর বাজার কিচেন মার্কেট এবং ড্রেন নির্মাণের অগ্রগতি দেখেছেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার হান্নান মিয়া হান্নু। শুধু এই রাতেই নয় গত কয়েকদিন ধরেই তিনি গভীর রাত পর্যন্ত গাড়ি ছাড়াও মোটরসাইকেলে চড়ে, পায়ে হেঁটে ছুটছেন নগরের প্রত্যন্ত এলাকায়। বর্ষার বৃষ্টিতে জমে থাকা পানি নিষ্কাশনের সমাধানের পথ বের করছেন।
রাতেও চলার পথে বিভিন্ন মোড়ে-দোকানপাটের সামনে থেমে থেমে স্থানীয়দের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। নিচ্ছেন নানা পদক্ষেপ। উন্নয়ন কর্মকাণ্ডের মান ও তদারকি করে সংশ্লিষ্টদের দিচ্ছেন কঠোর নির্দেশনা। দিনভর নগরের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক কাজে এবং মন্ত্রণালয়ে ব্যস্ত থাকছেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেও ঘরে বসে না থেকে আবার গভীর রাত পর্যন্ত নগরের এক প্রান্ত পুবাইল থেকে অন্য প্রান্ত কাশিমপুর আবার টঙ্গী থেকে শুরু করে কাউলতিয়া পর্যন্ত ছুটে চলছেন তিনি। এ বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে করানোর সংকট থাকলেও নগরবাসী কিন্তু ঠিকই চলাফেরা করছেন। শিল্প কলকারখানা, দোকানপাট খোলা রয়েছে। রাস্তাঘাটের জন্য সমস্যায় পড়লে জনপ্রতিনিধিদের দোষারোপ করছেন। এই নগরবাসীর দুর্ভোগ লাঘব করতে এবং উন্নয়ন করতে সরকার হাজার হাজার কোটি  টাকা বরাদ্দ দিয়েছেন। মানসম্মত ভাবে উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে না রেখে, প্রকল্পগুলো যাতে দ্রুত সময়ে শেষ করা যায় এবং নগরবাসী এসবের সুফল পায় সে জন্যই ছুটে চলা। তিনি আরো বলেন, উন্নত আধুনিক নগর গড়তে হলে বসে থাকার সুযোগ নেই। করোনা হয়তো আরো সময় থাকবে কিন্তু আমাদের উন্নয়ন কাজ থামিয়ে রাখলে চলবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর