× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কোম্পানীগঞ্জে সংরক্ষিত এলাকা থেকে বালু লুট

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

বালু মহালকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জের ধলাই নদে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কর্মজীবীরা সকাল থেকে ছুটছেন কাজে। নদী তীরবর্তী বাজারগুলোতে বেড়েছে মানুষের আনাগোনা। বালু শ্রমিক ও ব্যবসায়ীরা যে যার মতো ব্যস্ত। কথাবলারও ফুরসত নেই কারো। ভোর থেকে শুরু তাদের কর্মব্যস্ততা। চলে সূর্য ডোবা পর্যন্ত। দীর্ঘদিন পর কাজে ফিরতে পারায় ব্যবসায়ী-শ্রমিক মহলে স্বস্তি ফিরে এসেছে।
বিভিন্ন পেশার লোকজন মনে করছেন ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এদিকে, ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত (বাংকার) এলাকায় নৌকা নোঙর করে বালু লুট করা হচ্ছে। এতে আবারও হুমকির মুখে পড়তে যাচ্ছে সংরক্ষিত এই এলাকাটি। চলতি বাংলা সনের জন্য ২ কোটি ১ লাখ টাকায় ধলাই নদীর ভাটরাই ও কালাসাদেক মৌজার বালু মহাল ইজারা নেন তেলিখাল গ্রামের মজির উদ্দিন। গত রোববার থেকে বালু মহাল চালু হওয়ায় মানুষ কাজে যোগ দিতে শুরু করেছেন। নদীতে কর্মযজ্ঞ পরিবেশ তৈরি হওয়ায় বাজারঘাটে মানুষের আনাগোনাও বেড়েছে। বিভিন্ন পেশার লোকজন আশা করছেন, কিছুদিনের মধ্যে সব কিছু পুরো স্বাভাবিক হয়ে আসবে। নৌকা প্রতি ৫০০ টাকা নিয়ে ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত (বাংকার) এলাকা থেকে বালু লোড করার সুযোগ দিচ্ছে আরএনবি। এই সুযোগে প্রতিদিন শত শত নৌকা বাংকারের পূর্বে নৌকা নোঙর করে বালু লুট করে নিয়ে যাচ্ছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ কমান্ডেন্ট জহির উদ্দিন এর নামে সিলেট গোয়েন্দা শাখার হাবিলদার মামুন খান চৌধুরী প্রতি নৌকা থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। রোপওয়ের সংরক্ষিত এলাকা থেকে কেউ বালু উত্তোলন করে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানিয়েছেন- বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি ছাতক উপজেলায়। এছাড়া চাঁদা আদায়ের কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ বলেন, করোনার প্রভাবে এবং সরকারি নির্দেশনায় দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ পাথর কোয়ারি বন্ধ রয়েছে। চলতি বাংলা সনের জন্য দুটি বালু মহাল লিজ হওয়ায় ধলাই নদে ফিরেছে প্রাণচাঞ্চল্য। তবে, এ বছর নদীতে কোথাও চাঁদাবাজি হচ্ছে না বলে দাবি করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর