× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

হবিগঞ্জে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

মানবতের জীবন থেকে মুক্তি চান বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স বিভাগের শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন তারা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের আয়োজনে বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মহিবুর রহমান, প্রভাষক শিব্বির আহমেদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক তাপস পাল অসিম, প্রভাষক খাদিজা আক্তার, প্রভাষক আসমা আক্তার হেপি, প্রভাষক জনি দাশ, প্রভাষক রনি সেন, প্রভাষক অনুপম চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করে আসছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। সরকারের উচ্চশিক্ষা বিস্তারে আমরা দীর্ঘ ২৭ বছর পাঠদান করে আসছি। কিন্তু এমপিওভুক্তি নীতিমালায় অনার্স কোর্সের বিষয়টি অন্তর্ভুক্তি না থাকায় আমরা দীর্ঘদিনেও এমপিওভুক্ত হতে পারিনি।
প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সুপারিশ থাকা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় আমাদের এমওিভুক্তির বিষয়টি নজরে নিচ্ছে না। তাই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। অবিলম্বে জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে সকল শিক্ষককে এমপিওভুক্তি করার জন্য আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষমন্ত্রীর কাছে  জোর দাবি জানাচ্ছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর