× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা, ঢাকার অভাবী ঘরে খাদ্য পৌঁছাতে ৫৯ কোটি টাকার মার্কিন প্রকল্প

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(৩ বছর আগে) জুলাই ৯, ২০২০, বৃহস্পতিবার, ১০:১২ পূর্বাহ্ন

করোনাকালীন এই কঠিন সময়ে বাংলাদেশের অভাবী ঘরে খাদ্য পৌঁছাতে ৫৯ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দূতাবাসের অফিসিয়্যাল ফেসবুক পেজে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে গতকাল। সচিত্র পোস্টে বলা হয়, বিশ্বব্যাপী মহামারীর কারণে অভাবী পরিবারগুলোর কাছে খাদ্য ও সুষম পুষ্টি পৌঁছানোর বিষয়টি আগের যে কোন সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। এই কারণে আজকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার (আর্ল রবার্ট মিলার) ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী অভাবী পরিবারগুলোর দরিদ্র মানুষদের কাছে খাদ্য ও পুষ্টি সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশী টাকায় প্রায় ৫৯ কোটি টাকার (৭ মিলিয়ন ডলার) একটি পাইলট কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ইউএসএআইডি বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এটি বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি এবং বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান। এই পাইলট কর্মসূচি কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচির অংশ। যুক্তরাষ্ট্র সরকার USAID Bangladesh, CDC, U.S. Department of Agriculture, U.S. Department of Defense (DoD)-সহ আরো অনেক সংস্থার মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর