× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ওসমানীনগরে স্বাস্থ্যকর্মীসহ দুই নারী আক্রান্ত

করোনা আপডেট

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

সিলেটের ওসমানীনগরে একজন নারী স্বাস্থ্যকর্মী ও একজন বৃদ্ধা নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত এই দুজনকে নিয়ে ওসমানীনগরে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন, এর মধ্যে মারা গেছেন ৩ জন। বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে পৃথক রিপোর্টে দুজনের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা হলেন, উপজেলার উমরপুর ইউপির মাটিহানি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দয়ামীর ইউপির কুরুয়া গ্রামের ওলিউর রহমানের স্ত্রী লাভলী বেগম(৩০) ও গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের আনা মিয়ার মা শামসুন নাহার(৮০)। আক্রান্ত লাভলী বেগম সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ও শামসুন নাহার সিলেট নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী ওসমানীনগরে নতুন করে ২ নারী করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা অপসর্গ নিয়ে সিএইচসিপি লাভলী বেগম গত ৭জুন বালাগঞ্জ হাসাপতালে নমুনা প্রদান করার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া তাকে সেখান থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতারে পাঠানো হয়েছে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। আর আক্রান্ত আরেক বৃদ্ধা শামসুন নাহার জ্বর ও নিউমোনিয়া নিয়ে নূরজাহান হাসপাতালে গত ৫জুন ভর্তি হন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর