× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈদের আগেই বেতন-বোনাস দাবি শিক্ষক-কর্মচারীদের

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) জুলাই ৯, ২০২০, বৃহস্পতিবার, ৪:২৬ পূর্বাহ্ন

ঈদুল আজাহার আগেই জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেয়ার জোর দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম। তারা উল্লেখ করেন, করোনা ভাইরাস মহামারিতে বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। বৈশ্বিক মহামারি করোনার দুঃসময়ে প্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ সুবিধা প্রায় বন্ধ। কারণ প্রতিষ্ঠানের আয়-ইনকামও বন্ধ। এক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা অপেক্ষার প্রহর গুণে কখন বেতন-ভাতার সরকারি অংশ কখন ছাড় হবে? আজ ৯ই জুলাই বেতন-ভাতা ছাড়ের কোনো খবর নেই। জাতীয় শিক্ষক ফোরাম এমতাবস্থায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। একদেশে শিক্ষা ক্ষেত্রে দুই নীতি চলতে পারে না। সরকারি-বেসরকারি এ বৈষম্য দূর করতে হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর