× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসি সুজন মিয়ার (৭০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা চাউর হওয়ার পর থেকে লোক মুখে নানা কথা ও গুঞ্জন ছড়াচ্ছে। তবে এই রহস্য জট খুলতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় স্থানীয়বাসিন্দাসহ তাঁর স্বজনেরা। জানা যায়,  ৮ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাবেক এই  ইউনিয়ন চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান ওই দিন সকালের দিকে চেয়ারম্যানের বাড়ির একটি কক্ষে কেয়ারটেকার রুবেল মিয়া প্রথমে দেখতে পান গলায় রশি দিয়ে বাঁধা ঝুলন্ত মৃতদেহ। এসময় আশপাশে খবর ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। তিনি বলেন, উদ্ধার হওয়া মৃতদেহটি হত্যা না আত্মহত্যা তা এই মুহুর্তে বলা সম্ভব না হলেও ময়না তদন্তের পর বলা যাবে। ওই দিন দিবাগত রাত ৯টায় নিজ এলাকায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সাবেক জনপ্রিয় এই চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু সংবাদে তাঁর গ্রামের বাড়ি বার্জাকোনা গ্রামসহ পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। কেউই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। জানা যায় ব্যক্তিগত জীবনে নিহত সুজন মিয়ার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। দুই মেয়ে যুক্তরাজ্যে ও এক মেয়ে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তবে সুজন মিয়া ব্যবসা এবং পারিবারিক কাজে বেশিরভাগ সময় দেশে বসবাস করতেন। মৌলভীবাজার সরকারী কলেজের পাশে তাঁর একটি বহুতল ভবনের কাজ নির্মাধীন। এছাড়া দীর্ঘদিন থেকে মৌলভীবাজার শহরতলীর নিজের জায়গা জমি বিক্রয়ের চেষ্ঠা চালাচ্ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর