× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অবৈধভাবে বালু উত্তোলন পাকুন্দিয়ায় ৫ জনকে ৬ লাখ টাকা জরিমানা

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পাঁচজনকে ছয় লাখ টাকা জরিমানা ও প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বএকেএম লুৎফর রহমান এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বাজিতপুর উপজেলার শফিকুল ইসলাম (২৫), মামুন মিয়া (২৭) ও আতাউর রহমান (৩৩) এবং কাপাসিয়া উপজেলার ইছব আলী (৩২) ও আয়ুব আলী (২৭)। তন্মেধ্যে বাজিতপুরের তিনজনকে তিন লাখ টাকা ও কাপাসিয়া উপজেলার দুজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।   

জানা যায়, উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে ব্রহ্মপুত্র নদের পাড়ের ফসলি জমিসহ বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়ে। এছাড়াও সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেও দমাতে পারেনি অবৈধ বালু উত্তোলনকারীদের।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমানের নেতৃত্বে পুনরায় ব্রহ্মপুত্র নদের মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী দুটি ট্রলার থেকে পাঁচজনকে হাতে নাতে আটক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক(এসআই)আবদুল কদ্দুছ ও উপজেলা ভূমি অফিসের নাজির মো.শাহ আলমসহ কয়েকজন পুলিশ সদস্য।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪(গ)ধারার অপরাধে ১৫(১) ধারায় তাদেরকে এ দন্ডাদেশ দেওয়া হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর