× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তবুও কোচ সেতিয়েনে আস্থা বার্সা সভাপতির

খেলা

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২০, শুক্রবার

আরনেস্তো ভালভারদের কোচিংয়ে গত দুই মৌসুমে লীগ চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। এবারও লীগ টেবিলের শীর্ষে ছিল দলটি। তবে, তার সময়ে বিশেষ করে ইউরোপ সেরার মঞ্চে দলটির পারফরম্যান্স উজ্জ্বল ছিল না। আর গত জানুয়ারিতে ভালভারদেকে ছাঁটাই করে কোচ কিকে সেতিয়েনকে দায়িত্ব দেয় বার্সা কর্তৃপক্ষ। কিন্তু দলের পারফরম্যান্সে তেমন উন্নতি নেই। ঘরের মাঠে শক্তির বিচারে দুর্বল দলগুলোর বিপক্ষেও এখন জয় পেতে ঘাম ঝরছে কাতালানদের। বুধবার এস্পানিওলের বিপক্ষে ঘাম ঝরিয়ে ১-০ গোলের জয় পায় সেতিয়েনের দল। চলতি মৌসুমে ভালভারদের অধীনে ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসকে ৫-২, ভ্যালেন্সিয়া ও ভায়াদোলিদকে ৫-০, সেভিয়াকে ৪-০, সেল্টা ভিগো ও আলাভেসকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা।
সেতিয়েনের অধীনে গ্রানাডা, এস্পানিওল, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় এসেছে নূন্যতম ব্যবধানে (১-০)। আর লেভান্তে ও গেতাফেকে হারিয়েছে ২-১ গোলে।
তাই প্রশ্ন উঠেছে, ভালভারদের জায়গায় সেতিয়েনকে দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল। তবে এ বিষয়ে আফসোস নেই বার্সেলোনা সভপাতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের, ‘ভালভেরদেকে বরখাস্ত করায় আমি অনুতপ্ত নই। আমাদের দলের নতুন একটা প্রেরণার দরকার ছিল এবং সেতিয়েন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। সেতিয়েন দায়িত্বে থাকবেন। দল যেভাবে উন্নতি করছে, তাতে আমি বেশ খুশি। সেতিয়েন যেসব ক্ষেত্রে উন্নতি করেছে, গত কয়েক ম্যাচে তা আমরা দেখেছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর