× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

১১টি ক্ষতিকারক ও ভয়ানক অ্যাপ নিষিদ্ধ করল গুগল

তথ্য প্রযুক্তি

অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২০, শুক্রবার

প্লে স্টোরে ১১টি অ্যাপ নিষিদ্ধ করলো গুগল। ইতিমধ্যে সরিয়েও ফেলেছে। জানা গেছে এই অ্যাপগুলোর মধ্যে নাকি ভয়ানক ও মালওয়্যার জোকার ছিল। ব্যবহারকারীদেরকে ঝুঁকিপূর্ণ রাখতেই এগুলো সরানো হয়েছে। ২০১৭ সাল থেকে এই অ্যাপগুলোর ওপর নজর রাখছিল গুগল।
চেক পয়েন্ট রিসার্চাররা জোকার ম্যালওয়্যারের একটি নতুন সংস্করণ খুঁজে পেয়েছেন। এই সংস্করণ এমনই যে অনেক বৈধ অ্যাপের মধ্যেও নাকি ঢুকে গেছে। হ্যাকাররা গুগল প্লে’র প্রতিরোধ ক্ষমতাকে ভেঙ্গে অ্যাপের মধ্যে এই জোকার ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছিল।
যখনই কেউ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন স্বয়ংক্রিয়ভাবে এগুলো ব্যবহারকারীর ফোনে ইনস্টল হয়ে যেত।
গুগল প্লে’র ১১ টি অ্যাপে এই ম্যালওয়্যার পাওয়া গেছে। তবে গুগল ডিলিট করে দিয়েছে এগুলো।

com.imagecompress.android
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.relax.relaxation.androidsms
com.cheery.message.sendsms
com.peason.lovinglovemessage
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram
com.training.memorygame
চেক পয়েন্ট জানিয়েছে যে গুগলের সিকিউরিটি ফিচার থাকলেও জোকার ম্যালওয়্যার ধরা বা খুঁজে পাওয়া বেশ কঠিন। একারণে ফের ফিরে আসতে পারে এই ম্যালওয়্যার। তাই সাবধান থাকতে হবে ফোন ব্যবহারকারীদেরকেও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর