× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রমিক খুনের ঘটনায় শ্রমিকদের বিক্ষোভ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ জুলাই ২০২০, শনিবার

সিলেট জেলা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইকবাল রিপন খুনের ঘটনায় রাত থেকে সিলেটে শ্রমিক বিক্ষোভ চলছে। সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল, হুমায়ূন চত্বর সহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে যান চলাচলও বন্ধ করে দিয়েছে। এদিকে- খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতার উপর হামলা চালিয়ে খুন করে অজ্ঞাত ঘাতকরা। এ ঘটনার পর শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। মধ্যরাত পর্যন্ত শ্রমিক বিক্ষোভের পর সকাল থেকে তারা আবার নগরের প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এদিকে- দুপুরে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতারা সভা করে খুনীদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে- খুনীদের গ্রেপ্তার না করলে তারা আন্দোলন অব্যাহত রাখবে।
এদিকে- মহানগর পুলিশ জানিয়েছে- খুনের ঘটনায় ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর