× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

তৃণমূলের খোঁজ-খবর নিলেন সালমান এফ রহমান

শেষের পাতা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১২ জুলাই ২০২০, রবিবার

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গতকাল সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে জুমের মাধ্যমে এক সভা করেন। দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রতিটি ইউনিয়নের আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক কাজের অগ্রগতি, করোনাভাইরাস, জনগণের সমস্যা ও তার প্রতিকার, বিদেশ ফেরত প্রবাসীদের অবস্থা, বর্ষায় এলাকার রাস্তাঘাট ও কাশিয়াখালী বেড়ীবাঁধ ইত্যাদি নিয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সভা করেন। পরিশেষে করোনাকালীন এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ব্যক্তিগত মানবিক সহযোগিতা সুষ্ঠু এবং সুন্দরভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ায় চেয়ারম্যানদের ধন্যবাদ জানান। সালমান রহমান বলেন, যেকোনো জাতীয় দুর্যোগ আমরা সকলে সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মোকাবিলা করবো যাতে করে জনগণ উপকৃত হয়। জুম কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করেন- মো. ইব্রাহীম খলিল (চেয়ারম্যান- কলাকোপা ইউপি), আলীমুর রহমান খান (চেয়ারম্যান- শিকারীপাড়া ইউপি), আবিদ হোসেন (চেয়ারম্যান- আগলা ইউপি), এড. সাফিল উদ্দিন মিয়া (চেয়ারম্যান- বারহা ইউপি), ইঞ্জিনিয়ার আরিফুর রহমান (চেয়ারম্যান- বারুয়াখালী ইউপি),  মো. হিল্লাল মিয়া (চেয়ারম্যান- বান্দুরা ইউপি), আঃ জলিল বেপারী (চেয়ারম্যান চুড়াইন ইউপি), মো. তপন মোল্লা (চেয়ারম্যান- গালিমপুর ইউপি), নন্দলাল সিং (চেয়ারম্যান- যন্ত্রাইল ইউপি) ও মাসুদুর রহমান খান (চেয়ারম্যান- জয়কৃষ্ণপুর ইউপি)। করোনা পরিস্থিতি পরিবর্তনের পূর্ব-পর্যন্ত জুম অ্যাপ এর মাধ্যমে জনগণের সমস্যা ও তার সমাধানকল্পে দোহার, নবাবগঞ্জ উপজেলার জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করার আশাবাদ ব্যক্ত করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর