× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনার ফল আমি নিজেই জানাব: মাশরাফি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১১ জুলাই ২০২০, শনিবার

আজ শনিবার (১১ই জুলাই) সন্ধ্যায় হঠাৎই কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, ‘করোনা থেকে মুক্তি মিলেছে মাশরাফির’ এমন খবর। তবে মাশরাফি বিন মুর্তজা সেসব খবরকে গুজব বলে জানিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।

তিনি লিখেছেন, ‘আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে, দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো। ইনশাআল্লাহ আগামীকাল (১২ই জুলাই) আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো।
রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’



গত ২০শে জুন মাশরাফির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর আক্রান্ত হন মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা ও মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর