× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদোর জোড়া পেনাল্টিতে শিরোপার পথে জুভেন্টাস

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২০, রবিবার

চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটছে আটালান্টার। প্রথমবার চ্যাম্পিয়নস লীগে খেলার সুযোগ পেয়েই উঠে গেছে শেষ আটে। গ্রুপ পর্বে আটালান্টার বিপক্ষে জয় ও ড্রয়ের পর ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ‘আটালান্টার মুখোমুখি হওয়া আর ডেন্টিস্টের কাছে যাওয়া একই কথা।’ প্রতিপক্ষ হিসেবে আটালান্টা কতটা কঠিন সেটা বোঝাতেই এমনটা বলেছিলেন গার্দিওলা। জুভেন্টাস কোচ মাউরিসিও সারিও আটালান্টার মুখোমুখি হওয়ার আগে গার্দিওলার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছিলেন, ‘আপনি হয়তো আটালান্টার বিপক্ষে ভাল ফল নিয়ে ম্যাচ শেষ করবেন। কিন্তু তারা আপনাকে যথেষ্ট ভোগাবে। প্রতিপক্ষ হিসেবে আটালান্টাকে নিয়ে গার্দিওলার মন্তব্যটা যথার্থই।’ গার্দিওলা-সারির কথার প্রমাণ আটালান্টা দিয়েছে মাঠেই। কোনরকমে হার এড়িয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া পেনাল্টিতে ২-২ গোলে আটালান্টার সঙ্গে ড্র করেছে জুভেন্টাস।
টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল আটালান্টা। অন্যদিকে লাজিওকে ২-১ গোলে হারিয়েছে সসুলো। লাজিওর টানা তৃতীয় হারের পর জুভেন্টাস বড় এক ধাপ এগিয়েছে টানা নবম লীগ শিরোপার পথে। সিরি আ’র ৬ ম্যাচ বাকি থাকতে দুইয়ে থাকা লাজিওর (৬৮) চেয়ে জুভেন্টাস (৭৬) এগিয়ে গেছে ৮ পয়েন্টে। আর তিনে থাকা আটালান্টার সংগ্রহ ৬৭ পয়েন্ট।

মাঝারি মানের দল হয়েও চলতি মৌসুমে সিরি আ’য় সবচেয়ে বেশি গোল করেছে আটালান্টা। ষোড়শ মিনিটে লিডও নিয়ে নেয় দলটি। কলম্বিয়ান ফরোয়ার্ড দুভান জাপাতার গোলে এগিয়ে যায় আটালান্টা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় জুভেন্টাস। পাওলো দিবালার ক্রস মার্টেন ডে রনের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ৫৫তম মিনিটে সফল স্পট কিকে আসরে নিজের ২৭তম গোলটি করেন রোনালদো। এই নিয়ে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর