× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ওসমানীনগরের একাধিক এলাকা বন্যায় প্লাবিত

বাংলারজমিন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১২ জুলাই ২০২০, রবিবার

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ওসমানীনগরের কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে পুরোপুরি বন্যা কবলিত হয়েছে উপজেলার পূর্ব তাজপুর, দক্ষিণ তাজপুর, লামা তাজপুর, সৈয়দপুর, বেরারাই, নলিকোনা, ইসলামপাড়া, চর সম্মানপুর, সম্মানপুর, বল্লভপুর, আলীপুর গ্রামের দেড় সহস্রাধিক পরিবার। এছাড়া লামা গাভুরটিকি, হলিমপুর, নূরপুর, কালনীরচর, চাতলপাড়, রহমতপুর, আব্দুল্লাহপুর, মোবারকপুর বেশকিছু অংশ বন্যার পানিতে ডুবে রয়েছে। অনেক জায়গার রাস্তা-ঘাট পানিতে নিমজ্জিত। এদিকে  কুশিয়ারা নদীর পানি বিপদসীমার মধ্যে রয়েছে। নাজুক অবস্থায় রয়েছে কুশিয়ারা নদীর বাঁধ (কুশিয়ারা ডাইক)। কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে উপজেলার ৮টি ইউনিয়ন পুরোপুরি বন্যা কবলিত হওয়ার আশংকা রয়েছে। সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব বলেন,  অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা মনু-কুশিয়ারার পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।
কুশিয়ারার পানি সামান্য বৃদ্ধি পেলে বন্যা ভয়াবহ আকার ধারণ করবে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার বলেন, ওসমানীনগরের বেশ ক’টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবো
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর