× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন

বাংলারজমিন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, সোমবার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহর সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানির অর্থায়নে দুটি করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। আজ ( সোমবার)  বিকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে করোনা স্যাম্পল কালেকশন বুথ দুটি বুঝিয়ে দেন ফরহানা আক্তার এ্যানি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম শুভ, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজি, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন প্রমূখ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারহানা আক্তার এ্যানি জানান, বৈশ্বিক মহামারী করোনায় গজারিয়া উপজেলাবাসীর সেবা দিতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহ করছেন তারাও রয়েছেন ঝুঁকিতে এমতাবস্তায় সকালে নিরাপত্তার কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের উদ্যোগ নেন তিনি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে এগুলো ব্যবহার করা যাবে।

এদিকে হাসপাতালে করোনা স্যাম্পল কালেকশন বুথ প্রদান করায় ফরহানা আক্তার এ্যানিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাসলিমা আনাম। তিনি জানান, এখন থেকে নমুনা সংগ্রহকারীরা আরো নিরাপদে নমুনা সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য এর আগে দুইবার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব তহবিল থেকে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করেছিলেন ফারহানা আক্তার এ্যানি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর