× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় কাঁচামরিচের কেজি ১৬০ টাকা!

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, সোমবার

সপ্তাহ খানেক আগেও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে হয়েছে দ্বিগুণ। বৃষ্টি ও দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে ডুবে গেছে মরিচ ক্ষেত। যে কারণে মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে পাকুন্দিয়া পৌরসদর বাজার ঘুরে দেখা গেছে, ১৬০টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা মরিচ। যেখানে এক সপ্তাহ আগেও কেজি প্রতি বিক্রি হয়েছে ৭০থেকে ৮০টাকায়। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তাই পরিমাণে কম কিনতে হচ্ছেন তারা।
বৃষ্টি ও বিভিন্ন ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে অধিকাংশ মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। তারা বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারী দরে কিনতে হচ্ছে ১২০থেকে ১৩০টাকায়। ওই কাঁচা মরিচ বিক্রি করতে গিয়ে কিছুটা নষ্টও হয়ে যাচ্ছে। ফলে ১৬০টাকা দরে বিক্রি করলেও তেমন একটা লাভ হচ্ছে না। একই কারণে দাম বেড়েছে বেগুন, পটল, ঝিঙা, কাফরুল, পেঁপেসহ অন্যান্য সবজিরও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর