× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা: একবার লিফটে উঠে ৭১ জনকে আক্রান্ত করলেন নারী

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) জুলাই ১৩, ২০২০, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

একবার লিফটে উঠে অনিচ্ছাকৃতভাবে ৭১ জনকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত করেছেন এক চীনা নারী। এমনটাই বিশ্বাস করছেন চীনের হেইলংজিয়াং প্রদেশের গবেষকরা। এ ঘটনা গত মার্চ মাসের। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

খবরে বলা হয়, ওই নারী গত ১৯শে মার্চ যুক্তরাষ্ট্রে সফর শেষে চীনের হেইলংজিয়াং প্রদেশে, তার বাড়িতে ফেরত গেছেন। সেখানে গিয়ে একবার লিফটে উঠে ৭১ জনকে সংক্রমিত করেছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তিনি সেখানে যাওয়ার আগে আটদিন ধরে তার এলাকায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। চাইনিজ সেন্টার ফর ডিজিস কনট্রোল অ্যান্ড প্রিভেনশন- এর গবেষকরা জানান, তার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণও দেখা যায়নি। এমনকি প্রাথমিক পর্যায়ে তার করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছিল।
এসব সত্ত্বেও নিজবাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।

গবেষকরা জানান, ওই নারী অন্যকারোর সঙ্গে লিফটে উঠেননি, একাই ছিলেন। তবে তিনি লিফটটি ব্যবহারের পর তার নিচতলায় প্রতিবেশি লিফটটি ব্যবহার করেন। পরবর্তীতে ওই প্রতিবেশির ফ্ল্যাটে যান তার মা ও প্রেমিক। তারা পরবর্তীতে একটি পার্টিতে যোগ দেন। ২রা এপ্রিল ওই পার্টিতে অংশ নেয়া এক ব্যক্তির স্ট্রোক হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ততদিনে কিভাবে ভাইরাসটি তার কাছে পৌঁছেছে সে বিষয় জানা কঠিন হয়ে পড়ে।

পরবর্তীতে তদন্তকারীরা ওই নারীর সম্পর্কে জানতে পারলে ফের তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়। যার মানে, তিনি ইতিপূর্বে আক্রান্ত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর