× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কুসিক কাউন্সিলর বাবুলকে হত্যার হুমকি, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৪ জুলাই ২০২০, মঙ্গলবার

 কুমিল্লা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বাবুলকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলন করে এর বিচার চেয়েছেন কাউন্সিলর নিজেই। গতকাল সকালে নগরীর সুজানগর  নবগ্রামের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে কুসিক কাউন্সিলর এই অভিযোগ করেন। তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। জনগণের বিপুল ভোটে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এই এলাকার খুনিদের বিরুদ্ধে আমি প্রতিবাদী হওয়ায় আমাকে এখন প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। জনু বাহিনী ও আল আমিন বাহিনী একের পর এক খুন করছে, ব্যাংক ডাকাতি ও অস্ত্র ব্যবসা করছে। আমি এসবের প্রতিবাদ করায় তারা এখন আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
আমাকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে- আমার বাড়ির ভিতর অস্ত্র-মাদক রেখে আমাকে গ্রেপ্তার করানো হবে। আমার উপর হামলা করা হবে এমনকি আমাকে খুনও করা হবে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাইছি।
তিনি আরো বলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিনকে কিছুদিন আগে হত্যা করেছে  যারা, তারাই আবার আমাকে খুনের হুমকি দিচ্ছে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। যদি থাকতো আমি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হতাম না। আমি সবসময় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আজ তারা আমাকে থামানোর জন্য অপপ্রচারে ব্যস্ত। আমি তাদের বিচার চাই।
এই সময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি ফটিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর