× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /দেশে ও রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, এবার কলকাতার হোটেলে করোনা হাসপাতাল

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ১৪, ২০২০, মঙ্গলবার, ৯:৩১ পূর্বাহ্ন

পরিসংখ্যান বলছে, সোমবার দিনটায় করোনা ভাইরাস একটু মন্থর গতিতে চলে৷ সপ্তাহের এই দিনটিতে ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা একটু কম হয় ৷ কিন্তু কেমন কম? সোমবার গোটা ভারতে আঠাশ হাজার ছ'শো আটচল্লিশ জন আক্রান্ত হয়েছে ৷ মৃতের সংখ্যা পাঁচশো আটত্রিশ জন ৷ দেশে মোট সংক্রমিতের সংখ্যা ন লক্ষ সাত হাজার একচল্লিশ ৷ সংখ্যাগুলো রবিবারের থেকে কম ৷ একই অবস্থা রাজ্যেও ৷ রবিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল পনেরশো ষাট,
সোমবার তা কমে হয়েছে চৌদ্দশো পঁয়ত্রিশ ৷ রবিবার মৃত্যু হয়েছিল ছাব্বিশ জনের,
‌ সোমবার দুই কমে সংখ্যাটি দাঁড়ায় চব্বিশে ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা একত্রিশ হাজার চারশো আটচল্লিশ ৷ মোট মৃত নশো ছাপ্পান্ন ৷ করোনার গতি যত শ্লথই হোক, গত একমাসে করোনার প্রকোপ আড়াইগুণ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক ৷ কলকাতায় আবার করোনা - বেড এর অপ্রতুলতা ৷ রোগীর তুলনায় হাসপাতালে বেড এর সংখ্যা কম ৷ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে হোটেলিয়ার্স এন্ড রেস্টুরেন্ট এসোসিয়েশন ৷ কলকাতার কয়েকটি পাঁচতারা ও তিনতারা হোটেল তাঁরা রাজ্য সরকারের হাতে তুলে দিতে চান ৷ এখনই এই হোটেলগুলোতে দুশো করোনা শয্যা তৈরি করা সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা ৷ শহরের কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতালও হোটেল গুলোকে করোনা - বেড এ পরিণত করতে সাহায্যের হাত বাড়াতে চায় ৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর