× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

স্বাস্থ্যবিধির বালাই নেই কানসাট আম বাজারে

বাংলারজমিন

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, বুধবার

মহামারি ও প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন হাট-বাজার, শপিংমল ও মার্কেট খোলার নির্দেশনা থাকলেও আন্তর্জাতিক খ্যাত চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে স্বাস্থ্যবিধি মানা বা মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই।  
সরজমিন কানসাট আম বাজারে গিয়ে দেখা গেছে, জেলার বাইরে থেকে আসা আম ব্যবসায়ী ও স্থানীয় আম ক্রেতা-বিক্রেতাগণ মুখে মাস্কতো ব্যবহার করছেন-ই না। মানছেন না সামাজিক দূরত্ব। বাজারে আম বিক্রি করতে আসা কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মাইনুল ইসলাম জানান, আমি মাস্ক ব্যবহার করছি না। মাস্ক ব্যবহার করতে ভালো লাগেনা, তাই মাস্ক ব্যবহার করি না। তবে মাস্ক কিনেছি ও নিজের কাছে রেখেছি। প্রশাসনের লোক দেখলেই ব্যবহার করছি। মাইনুল ইসলাম নয়ন, একই কারণে কানসাট আম বাজারে আসা উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ফতেহপুর-কর্ণখালী গ্রামের বাদশা, মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের হামিদুর রহামন, শ্যামপুর ইউনিয়নের আজগবী গ্রামের জেন্টু সহ ’শ ’শ আম ক্রেতা-বিক্রেতার মুখে কোনো মাস্ক নেই।
একজন অন্যজনের গা ঘেঁষে কথা বলছেন। হাঁচি-কাঁশি দেয়ার সময় কোনো সতর্ককতার বালাই নেই। সাইকেল ও ভ্যানে বাজার গিজ গিজ করছে। আড়তগুলোতে দেখা গেছে, করোনা প্রতিরোধে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই আম প্যাকেটের কাজ চলছে। হাট ইজারাদাররা নামেই মাত্র সচেতনতামূলক মাইকিং করে দায়িত্ব পালন করছেন। রাস্তা-ঘাটের অবস্থা আরো ভয়াবহ। সাধারণ জনগণের যাতায়াতের কোনো উপায় নেই। আমের ভ্যান, সাইকেল ও ট্রাকে ভরপুর রাস্তা। সব মিলিয়ে করোনার যত ভয়াবহতা থাকে, তাই আছে কানসাট আম বাজারে। যদিও মাঝে-মধ্যে প্রশাসনের সদস্যরা বাজারে টহল দিচ্ছেন।
ঢাকা থেকে আগত ব্যাপারী আহসান আলী জানান, ব্যবসার জন্য কানসাট এসেছি। তবে আমের বাজারে করোনাভাইরাসের ক্ষেত্রে কোনো সচেতনতা না থাকায় খুব ঝুঁকির মধ্যে আছি। কেউ কেউ মন্তব্য করে বলেন- শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে করোনাভাইরাস ছড়াতে কানসাট আম বাজারই যথেষ্ট। আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু জানান, কানসাট আম বাজারে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি। স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ৩শ’ টি পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবসসহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, তারা এগুলো ব্যবহার করছেন না। তাই আমরাও যথেষ্ট ঝুঁকির মধ্যে আছি। তবে এ ঝুঁকি থেকে বাঁচতে আমরা আরো বেশি তৎপর হবো। প্রয়োজনে প্রশাসনকে আরো কঠোর হওয়াার জন্য অনুরোধ করবো।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্‌ বলেন, আমরা অভিযান শুরু করেছি। গত  রোববার ও সোমবার ১১৩ জনকে মাস্ক ব্যবহার না করার জন্য আটক করেছি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১শ’ ও ৩শ’ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রয়োজনে আমরা আরো কঠোরভাবে অভিযান চালাবো।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী জানান, করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, কানসাট আম বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করোনা প্রতিরোধে শতভাগ জনসচেতনতা সৃষ্টি করবোই ইনশাআল্লাহ্‌।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর