× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

সীমান্ত হত্যা কমাতে কোম্পানীগঞ্জে বিজিবি সচেনতামূলক সভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ জুলাই ২০২০, মঙ্গলবার

সীমান্ত হত্যা নিয়ে সিলেটে উৎকন্ঠা বাড়ছে। ভারতীয় বিএসএফ ও খাসিয়ারা তুচ্ছ কারনে গুলি করে হত্যা করছে সীমান্ত এলাকার মানুষকে। গত তিন মাসে সীমান্তে ৫টি নির্মম হত্যাকান্ড ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ১০ জন। এসব ঘটনায় সীমান্ত হত্যা কমাতে ‘সামাজিক কর্মসূচি’ গ্রহণ করেছে বিজিবি। এই কর্মসূচিতে সীমান্তের মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি সীমান্তে যাতে আর কোনো গুলি ছুড়ে কাউকে হত্যা করা না হয় সে ব্যাপারে বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে- সীমান্তে অপরাধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।
এতে সভাপতিত্ব করেন- সরাইল রিজিয়ন কমান্ডার ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এনডিসি। সভায় তিনি বলেন- সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া অনাকাঙ্খিত সীমান্ত হত্যার ব্যাপারে প্রতিপক্ষ বিএসএফ বরাবরে এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের হত্যাকারী, অপরাধী ভারতীয় খাসিয়া নাগরিকদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে বিএসএফকে তাগাদা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা ও অর্থনৈতিক কর্মকান্ড হ্রাস পাওয়ায় সীমান্ত এলাকার জনসাধারণ এখন কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। এই হতদরিদ্র সীমান্তবর্তী জনগণের বিকল্প আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সীমান্তবর্তী জনগনকে অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত রাখা খুবই জরুরী। সীমান্তবর্তী এলাকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি তথা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ এনজিও সমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন- সিলেটের সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন, ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ইউএনও সুমন আচার্য্য, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ। এছাড়া সভায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর